সিলেট-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
রোববার (১৬ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আবেদন জানান।
সভায় এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। কিছু সংখ্যালঘু অভিমান থাকতে পারে, তবে সময়ের সঙ্গে তা দূর হবে এবং সবাই ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় না থাকা সত্ত্বেও আমরা বর্তমান সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে দু’উপজেলায় রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালাচ্ছি। ভালো কাজ করলে সাংবাদিকরাও সহযোগিতা করবেন, মানুষও মূল্যায়ন করবেন।’
তিনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি সব ধর্মকে সম্মান করে। আমরা ক্ষমতায় এলে সবাই নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন। কিন্তু কিছু দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোট কব্জা করতে চাচ্ছে। সচেতন ধর্মপ্রাণ মানুষ তা বুঝে ফেলবেন। আগামী নির্বাচনে ধানের শীষেরই বিজয় হবে ইনশা আল্লাহ।’
সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া, অ্যাডভোকেট এমরান সকাল ও সন্ধ্যায় বিভিন্ন ধর্মীয় ও শোক প্রাঙ্গণের অনুষ্ঠানে অংশগ্রহণ ও শোক সন্তপ্ত পরিবারদের সাথে সমবেদনা জানাতে যান, পাশাপাশি মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন