ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

‘মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস’

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ‘বাংলাদেশ স্কাউটস একটি বাসযোগ্য, সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে।’

শনিবার (৬ ডিসেম্বর) সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল আয়োজিত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ‘সৃষ্টিলগ্ন থেকেই পৃথিবীর গতিপ্রকৃতি মানুষের ওপর নির্ভর করেছে। মানুষের নেতৃত্বের ব্যর্থতার কারণে বিভিন্ন সময়ে রক্তপাত ও যুদ্ধ সংঘটিত হয়েছে। মানবিক পৃথিবী বিনির্মাণে কাজ করছে মানবতাবাদীরা। বাংলাদেশ স্কাউটসও মূলত পৃথিবীকে মানুষের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘স্কাউটস সঠিক নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে কাজ করতে শেখায়। একটি দেশের অগ্রগতি নিশ্চিত করতে বুদ্ধিবৃত্তিক দক্ষতার পাশাপাশি নাগরিকদের মানবিক মূল্যবোধে উত্তীর্ণ হতে হবে। স্কাউট আন্দোলনের প্রশিক্ষণে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশেষ গুণাবলীসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘কিছু স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানুষ এবং ব্যর্থ নেতৃত্বের কারণে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। তাই আমাদের নির্লোভ, শৃঙ্খলাপূর্ণ, মানবিক ও দেশপ্রেমিক জনগোষ্ঠী গড়ে তোলা প্রয়োজন। যারা কাব ও স্কাউটস হিসেবে কাজ করছে, তারা যেন সবসময় একতাবদ্ধ থাকতে পারে, সেজন্য অ্যালামনাই গঠন করা প্রয়োজন।’

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ এবং উপকমিশনার ড. মো. সিরাজুল ইসলাম। এছাড়া সিলেট অঞ্চলের কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিলেট অঞ্চলে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩১০ জনকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।