গ্রামবাসীর বাধার মুখে পণ্ড বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীর ওপর বাস্তবায়িত ৫১২ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন।
শনিবার (০৬ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে সেতুটি উদ্বোধনে ভার্চুয়ালি অংশগ্রহণ করার কথা ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।
এদিন দুপুর ১২টায় কাচি চর সাহেবের চর দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও স্থানীয়দের বাধার মুখে পণ্ড হয়েছে বলে জানা গেছে। তিন দফা দাবিতে মঞ্চ, চেয়ার, সাউন্ড বক্স ভাঙচুর করায় সমাবেশ পণ্ড হয়। পরে এলাকাবাসীর তোপের মুখে স্থান ত্যাগ করে প্রশাসনের কর্মকর্তারা।
এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণের সময় নাজিরপুর-রামারপোল 'সৌহার্দ্য সেতু' রাখা হলেও হঠাৎই তা পরিবর্তন করে '৩৬ জুলাই সেতু' রাখা হয়। তা ছাড়া জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করা এবং সেতু নির্মাণের প্রধান উদ্যোক্তা অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক মজনুকে আমন্ত্রণ না জানানোয় তারা বিক্ষুদ্ধ হয়।
এ বিষয়ে কথা বলতে চাইলে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ফোন ধরেননি। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি করেন, ঘটনাস্থলে না হলেও বরিশাল শহরে এসে পরে ভার্চুয়ালি সেতু উদ্বোধন করা হয়। জমি অধিগ্রহণের কেউ টাকা না পেলে আবেদনের আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৪ সালে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ উন্নত করার লক্ষ্যে আড়িয়াল খাঁ নদীর ওপর নাজিরপুর-রামারপোল ‘সৌহার্দ্য সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে ধীরগতির কাজ এবং দীর্ঘদিন কাজ বন্ধ থাকার ফলে চলতি বছর মূল সেতু নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ চলমান। কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আয়মন হাসান মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পাল্টে ‘৩৬ জুলাই সেতু’ করে ৬ ডিসেম্বর উদ্বোধনের দিন ধার্য করেন।

