ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:০১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।