ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

পুলিশের নির্বাচনকালীন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৪৭ পিএম
বরগুনায় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় কর্তব্যরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ে সক্ষমতা জোরদার করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বরগুনার পুলিশ লাইন্স ড্রিলসেড এ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণের অংশ হিসেবে শনিবার (৬ নভেম্বর) সকালে ১৬তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের এ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি ব্যাচে ৫০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে মোট ১৯টি ব্যাচের মাধ্যমে ৯৫০ জন পুলিশ সদস্যকে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই ১৫টি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে প্রশিক্ষণ পেয়েছেন ৭৫০ জন পুলিশ সদস্য। প্রতিটি ব্যাচকে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষকরা জানান, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ‘নির্বাচনকালীন সময়ে পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দায়িত্ব পালন করবেন। বরগুনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা থাকবে। পাশাপাশি সাধারণ ভোটাররা যেন ভীতিহীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিও নিশ্চিত করার জন্য পুলিশের অগ্রণী ভূমিকা থাকবে।’

‘এ ছাড়া দল-মত নির্বিশেষে পুলিশ সদস্যরা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং এই দায়িত্ব পালনে যাতে কোনো প্রশিক্ষণের ঘাটতি না থাকে—এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’