ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

মধুপুরে বসতবাড়ি ও দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:৫৪ পিএম
আগুনে দোকান ও বাড়িঘরের সমস্ত মালামাল ভস্মীভূত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে।

প্রথমে মৃত ফটিক চন্দ্রের ছেলে নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তাদের ভাতিজা পলাশ ও চান মিয়া খানের দোকানে। এতে দোকান ও বাড়িঘরের সমস্ত মালামাল ভস্মীভূত হয়।

ভুক্তভোগী পলু চন্দ্র জানান, রাত ১০টার দিকে খাবার খেতে বসে হঠাৎ ধোঁয়া দেখতে পাই। বাইরে বের হয়ে দেখি আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। অল্প সময়েই আমার বসতঘর, ভাইয়ের ছেলের দোকান ও চান মিয়ার দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫ থেকে ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।