বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাসহ আগত অতিথিদের অভ্যর্থনা জানান ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ। এরপর কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ।
এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি ‘বীর উত্তম সুলতান মাহমুদ’ এর এয়ার অফিসার কমান্ডিং শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ বলেন, সশস্ত্র বাহিনী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি সংকটমূহুর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে।
জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক নানা কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন।


