ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তে মো.আজিজুর নামে এক বাংলাদেশি ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।
বুধবার (১৪ মে) দুপুর দেড়টায় রানীশংকৈল উপজেলার ধর্মগড় বিওপির সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তর থেকে তাকে ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের বিএসএফ আটক করে।
আটক ওই ব্যক্তি উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (সিও) মো. তানজীর আহম্মদ।
তিনি বলেন, দুপুর দেড়টায় সীমান্তে নাগরনদী পার হয়ে চার জন বাংলাদেশি নাগরিক ভারতের ৪০০ মিটার ভিতরে ঢুকলে বিএসএফ তাদের ফেরত যেতে বলেন। কিন্তু এ সময় তারা ফেরত না আসে এক বিএসএফ সদস্যের হাতে কোপ মারেন এতে ওই বিএসএফ সদস্যের হাতের আঙ্গুল কেটে যায়। এ সময় বিএসএফের অন্যান্য সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হয় ও বাকি তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়। তারা ঘাস কাটার উদ্দেশ্য নাকি ফেন্সিডিলের উদ্দেশ্য ভারতের অভ্যন্তরে গিয়েছিল সেটি জানা যায়নি।
মো.তানজীর আহম্মদ আরও বলেন, আমার বিএসএফের সঙ্গে বৈঠক করেছি ও আটক ওই বাংলাদেশি নাগরিককে ফেরত আনার চেষ্টা অব্যাহত রেখেছি।