ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীর মা তৈয়বা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ জুলাই) ভোরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরে সকাল ১১টায় এ.বি. ফুলবাড়ি স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সহসভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক খুরশিদ আলম শাওন, সদস্য হুমায়ুন কবির, সাবেক সম্পাদক মো. বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব, ঠিকাদার আবু তাহেরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তৈয়বা খাতুন চার ছেলে, এক মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।