শিশুশ্রম নিরসন করে কর্মজীবী শিশুদের শিক্ষা ও সুস্থ জীবনে ফিরিয়ে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। জনগণের ভোটে দলটি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন হলরুমে আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল বিষয়ে অভিজ্ঞতা ও সাফল্য উপস্থাপন’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় শিশুশ্রম সম্পূর্ণরূপে নিরসন করা একটি কঠিন চ্যালেঞ্জ। তারপরও ইএসডিও ঠাকুরগাঁওয়ে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। তাদের এই সফলতা অনুকরণীয় হতে পারে। আমি বিশ্বাস করি, এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে শিশুশ্রম নিরসন সম্ভব। আমাদের দল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
এ সময় আরও বক্তব্য দেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ঠাকুরগাঁওয়ে বাস্তবায়িত ‘শিশুশ্রম নিরসন মডেল’-এর সফলতা তুলে ধরেন এবং সারা দেশে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :