শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


উচ্চপ্রু মারমা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৮:৪২ এএম

কবিতা

আমার রূপালী বাংলাদেশ

উচ্চপ্রু মারমা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৮:৪২ এএম

ছবি- রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ছবি- রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ,
সাহসের আলোয় ভরে আকাশ,
বুকে আশা, হাতে কলম—
রূপালী বাংলাদেশ এগিয়ে চলে নির্ভীক স্বপ্নে ভ্রম।

পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়া
প্রতিটি শব্দ, প্রতিটি কথা,
সত্যের পথে নির্ভয় কণ্ঠ—
বলে যায় মানবতার ব্যাকুল ব্যাকুলতা।

কালো কালিতে আঁকা বিশ্বাস,
প্রতিদিন শুধু খবর নয় সত্য প্রকাশ,
এ এক অঙ্গীকার, এ এক পথচলা—
দেশপ্রেমের সুরে বাঁধা এক নিরন্তর জাগরণ-ধ্বনিমালা।

যে কাগজে ভোরের প্রথম সূর্য উঠে,
জেগে ওঠে মানুষের হাসি-কান্না মিশে,
যেখানে অন্যায়ের বিরুদ্ধে কলম দাঁড়ায়,
সত্যের জয়গান উচ্চারণে আকাশ কাঁপায়।

এক বছর পেরিয়ে এল নতুন প্রভাত,
পথচলার গল্পে জ্বলে গৌরবের তপ্ত বাত,
সংগ্রামের সিঁড়ি বেয়ে পৌঁছেছে আজ
দ্বিতীয় বছরের দীপ্ত সোপান আজ।

এ শুধু পত্রিকার ইতিহাস নয়,
এ মানুষের মনের আকাঙ্ক্ষার পরিচয়,
যেখানে সংবাদ মানে দায়িত্ব আর আলো,
যেখানে প্রতিটি শব্দই পরিবর্তনের পালো।

রূপালী বাংলাদেশ, তুমি আশার গান,
তোমার ছোঁয়ায় জাগে দেশের প্রাণ,
গ্রাম থেকে নগর, প্রান্ত থেকে হৃদয়—
তুমি জ্বালাও আলোর প্রদীপ, নতুন উদয়ের বিজয়।

তোমার পাতায় লুকিয়ে আছে সময়ের কণ্ঠ,
জনগণের ভাষা, নির্ভীক সত্য,
তুমি শেখাও, সংবাদ মানে শুধু খবর নয়—
এ জীবন, এ লড়াই, এ স্বাধীনতার অক্ষয় জয়।

তোমার পথচলা হোক আলোর নদী,
যেখানে ভাসে মানুষের স্বপ্নবীথি,
সাহস, সততা, ও মানবতার গান—
তোমার কণ্ঠে বাজুক চিরকাল প্রাণ।

রূপালী বাংলাদেশ, এগিয়ে যাও বহুদূর,
সত্যের পথে, আলোর সুর,
তোমার প্রতিটি পাতা হোক আলোকিত ইতিহাস,
তুমি হও বাংলার কলমের অনন্ত নিশ্বাস।

‘রূপালী আলোয় জাগুক সকাল,
প্রতিটি হৃদয় বলুক এক কথা—
এগিয়ে যাও রূপালী বাংলাদেশ,
সত্যের পথে, ভালোবাসার প্রথা।’

Link copied!