ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলমের নেতৃত্বে আইসিএসবির প্রতিনিধি দল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে অভিনন্দন জানিয়ে সদস্যদের পেশাগত উন্নয়নে আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত করেন এবং তার পাশাপাশি ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরেন। এরপরে ইনস্টিটিউটের জন্য তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন গভর্নর।
সভায় অংশ নেন এ কে এম মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার, মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস, কাউন্সিল সদস্য, আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য, মো. জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মো. শামিবুর রহমান এফসিএসসহ অনেকে
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন