সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ৪ টাকা করে দেবে কোম্পানির কর্তৃপক্ষ। কোম্পানির ৮৪তম বোর্ড সভায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানির আর্থিক চিত্রে দেখা গেছে, চলতি বছরে কর পরবর্তী কোম্পানির মুনাফা হয়েছে ১২৪ কোটি ৭৯ লাখ ৮১ হাজার টাকা। তার আগের বছরে কোম্পানির মুনাফা ছিল ১৫৬ কোটি ১৫ লাখ ৮৬ হাজার টাকা। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরে ছিল ৪ টাকা ৭৪ পয়সা।
কোম্পানির রেকর্ড ডেট ১০ নভেম্বর এবং ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :