বহু বছর ধরে ময়লা-আবর্জনা ও বিষাক্ত পচা বর্জ্যে মৃতপ্রায় অবস্থায় থাকা ঢাকার আদাবরের রামচন্দ্রপুর খাল অবশেষে নতুন প্রাণ ফিরে পেয়েছে।
পরিবেশবাদী সংগঠন ‘ফুটস্টেপস বাংলাদেশ’ এর ‘চলো খাল বাঁচাই’ ক্যাম্পেইনের আওতায় পরিচালিত এক ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই খালকে পরিষ্কার করা হয়েছে। এ কর্মযজ্ঞে অংশ নিয়েছে ১৫০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ১৮০ জন স্বেচ্ছাসেবক।
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অযত্নে খালটির প্রাকৃতিক প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে আশপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা প্রকট হয়ে ওঠে।
এই প্রেক্ষাপটে ফুটস্টেপস বাংলাদেশ উদ্যোগ নেয় খালটি পরিষ্কার ও পুনরুজ্জীবনের। শুধু পরিষ্কার কার্যক্রমেই থেমে না থেকে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে খালের আশপাশে পরিবেশবান্ধব সংস্কার কার্যক্রমও চালানো হয়।
একটি স্থানীয় এনজিওর সহায়তায় ভেঙে পড়া বাঁশের সাঁকো মেরামত করা হয়, অবশিষ্ট রঙ দিয়ে রঙ করা হয় ফুটপাত, এবং বর্জ্য ফেলার প্রবণতা ব্যাপকভাবে হ্রাস পায়। বর্তমানে স্থানীয়রা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
খাল পুনরুদ্ধার কার্যক্রমের টেকসইতা নিশ্চিত করতে ফুটস্টেপস বাংলাদেশ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
ভবিষ্যতের পরিকল্পনার মধ্যে রয়েছে খালে ভাসমান ব্যারিয়ার স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক সেপটিক ট্যাংক নির্মাণ।
পুরো প্রকল্পে সহায়তা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ, যার মধ্যে রয়েছেন পরিবেশ আন্দোলনের বিশিষ্ট মুখ সৈয়দা রিজওয়ানা হাসান, DNCC-এর প্রশাসক মোহাম্মদ আজাজ, ক্যাম্পেইনের স্পনসর IDLC ফাইন্যান্স লিমিটেড এবং চিকিৎসা অংশীদার একাগ্র।
ফুটস্টেপসের সভাপতি শাহ রাফায়াত বলেন, “সম্প্রদায়নির্ভর উদ্যোগের শক্তিকে অবমূল্যায়ন করবেন না। রামচন্দ্রপুর খালের রূপান্তর প্রমাণ করে, যদি মানুষ একত্র হয়, তারা অসাধ্যকেও সম্ভব করতে পারে।”
সংস্থাটির ট্রাস্টি ফাসবির এসকান্দার বলেন, ‘যখন ধারণা, দৃষ্টি এবং বাস্তবায়ন একত্রে জনগণের অংশগ্রহণের সঙ্গে মিলে যায়, তখন প্রকৃত পরিবর্তন ঘটে।’
প্রধান কর্মসূচি কর্মকর্তা ইব্রাহিম দাউদ আবির জানান, ‘এই উদ্যোগের দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করতে সিটি করপোরেশনের নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং কেন্দ্রীভূত সেপটিক সিস্টেমে বিনিয়োগ অত্যন্ত জরুরি। পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার চর্চা গড়ে তোলাও জরুরি।’
‘চলো খাল বাঁচাই’ হলো ফুটস্টেপস বাংলাদেশের পরিবেশবান্ধব একটি কর্মসূচি, যার উদ্দেশ্য ঢাকা শহরের মৃত ও দূষিত খালগুলোর পুনরুদ্ধার। এই উদ্যোগ সরাসরি অ্যাকশন, জনগণের সক্রিয় সম্পৃক্ততা ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে নগর পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :