বুধবার, ২১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ১০:১৬ এএম

নতুন নোটে থাকছে সাঈদ ও মুগ্ধের ছবি  

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ১০:১৬ এএম

নতুন নোটে থাকছে সাঈদ ও মুগ্ধের ছবি  

জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ (বামে) ও মুগ্ধ (ডানে)। ছবি- সংগৃহীত

ঈদকে সামনে রেখে শিগগিরই বাজারে আসছে নতুন ডিজাইনের কাগুজে নোট। এবার কিছু নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি। জুলাই বিপ্লবে শহীদ, তারুণ্য, সুন্দরবন এবং ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় থাকছে নতুন নোটের নকশায়। 

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২৭ মে বাজারে আসছে ২০ টাকার নতুন নোট, যাতে থাকবে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের চিত্র। ২৯ বা ৩০ মে আসছে ৫০ টাকার নোট, যার এক পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি এবং অন্য পাশে আতিয়া মসজিদ। আর ২ জুন আসবে ১০০০ টাকার নোট, যেখানে থাকবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের চিত্র। 

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ৫ টাকারে নোটে থাকবে আবু সাঈদ ও মুগ্ধদের ছবি, ১০ টাকার নোটে থাকবে তারুণ্যের ঐক্যের প্রতীক এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি। ১০০ টাকায় থাকবে ইউনেস্কোর স্বীকৃত সুন্দরবনের চিত্রা হরিণ ও বাঘের চিত্র, যা সাবেক সরকারের বিদায়ের পর নোট রূপান্তরের প্রতীক। ২০০ টাকায় ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা থাকবে, আর ৫০০ টাকায় থাকছে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি।  

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নতুন নোটের ডিজাইন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। কাগজ আনা হয়েছে। ১০০০ টাকার নোটসহ কয়েকটি ভিন্ন নোটের ছাপার কাজ শুরু হয়েছে। এবার কোনো নোটে মানুষের পুরোপুরি ছবি থাকছে না। তবে জুলাই বিপ্লবে শহীদ, তারুণ্য, সুন্দরবন এবং ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় থাকছে নতুন নোটের নকশায়। আমিও ধারণা করছি, ঈদের আগে কয়েকটি নতুন নোট আসছে।

জানা যায়, গত আগস্টে মাত্র ১৫ দিনে নতুন নোটের নকশা চূড়ান্তের প্রস্তাব করা হলেও তা বাস্তবসম্মত ছিল না। কারণ নকশা, কাগজ, নিরাপত্তা উপকরণসহ সবকিছুতেই বিদেশি অংশগ্রহণ লাগে এবং দরপত্রসহ পুরো প্রক্রিয়ায় ৫-৭ মাস সময় প্রয়োজন। সে কারণে ঈদুল ফিতরের আগেই নোট ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!