বিশ্ব আইসক্রিম দিবসে দেশের অন্যতম খুচরা বিপণন প্রতিষ্ঠান স্বপ্ন আয়োজন করেছিল এক ব্যতিক্রমী উৎসব— ‘আনলিমিটেড আইসক্রিম ফেস্ট’।
শনিবার (২০ জুলাই) দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ৬০০টিরও বেশি আউটলেটে একযোগে শুরু হয় এই বিশেষ অফার। এতে মাত্র ১০০ টাকায় ৩ মিনিটে খাওয়ার সুযোগ মেলে যত খুশি তত আইসক্রিম।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই ইভেন্টে অংশ নিতে ক্রেতাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ। আয়োজনটি ছিল সম্পূর্ণ উন্মুক্ত। প্রতিটি আউটলেটেই অংশগ্রহণকারীরা পছন্দের যেকোনো ফ্লেভারের আইসক্রিম বেছে নিতে পেরেছেন এবং নির্ধারিত তিন মিনিটের মধ্যে যতটা পারেন, খেয়ে ফেলেছেন।
স্বপ্ন জানায়, ক্রেতা অভিজ্ঞতা উন্নত করাই তাদের মূল লক্ষ্য। সেই ভাবনা থেকেই এমন উৎসবমুখর আয়োজন। ভিন্নধর্মী এই অফারের মাধ্যমে শুধু ক্রেতাদের মুখেই হাসি ফোটেনি, বরং তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশও।
স্বপ্নর এক্সিকিউটিভ মার্কেটিং ম্যানেজার বলেন, ‘আমরা সবসময় এমন কিছু আয়োজন করতে চাই, যেটা মানুষকে খুশি করে, তাদের মধ্যে ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করে। এই উৎসব তারই একটি উদাহরণ। ভবিষ্যতেও আমরা ক্রেতাদের জন্য চমক নিয়ে আসব।’
এই উৎসবে অংশ নিতে অনেকেই এসেছেন পরিবার বা বন্ধুদের সঙ্গে। ছোটদের পাশাপাশি বড়দের মধ্যেও দেখা গেছে সমান আগ্রহ। অনেকেই এই অভিজ্ঞতার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা আয়োজনে বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে।
‘স্বপ্ন’র এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে, সাধারণ এক পণ্যের মাধ্যমেও ক্রেতাকে বিশেষ অনুভূতি উপহার দেওয়া যায়।
কম খরচে বেশি আনন্দ—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও আরও নতুন কিছু নিয়ে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আপনার মতামত লিখুন :