জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ফলাফলের জন্য আজ শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।
দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় জাকসুর ১০তম নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ভোটকে তাদের অধিকার, স্বপ্ন ও ভবিষ্যতের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।
ভোটারদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। তবে নির্বাচনের সময় অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ উঠে। জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্যানেল বিকেল সাড়ে ৩টার দিকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একই সময়ে ছাত্র ইউনিয়নের একাংশ প্যানেলও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করে।
তবুও অনেক শিক্ষার্থী রাজনৈতিক বিতর্ক উপেক্ষা করে ভোটগ্রহণে অংশ নেন।
হল অনুযায়ী ভোটের হিসাব
ছাত্র হল
আল বেরুনী হল- ২১১ ভোটারের মধ্যে ১২৫ ভোট, আফম কামাল উদ্দিন হল- ৩৪১ ভোটারের মধ্যে ২১৬ ভোট, মীর মোশারফ হোসেন হল- ৪৬৪ ভোটারের মধ্যে ৩১০ ভোট, শহীদ সালাম বরকত হল- ২৯৯ ভোটারের মধ্যে ২২৪ ভোট, মওলানা ভাসানী-অনার্স হল- ৫১৪ ভোটারের মধ্যে ৩৮৪ ভোট, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল- ৩৫০ ভোটারের মধ্যে ২৬১ ভোট, ১০ নম্বর ছাত্র হল-অনার্স হল- ৫৪১ ভোটারের মধ্যে ৩৮১ ভোট, শহীদ রফিক জব্বার হল- ৬৫৬ ভোটারের মধ্যে ৪৭০ ভোট, ২১ নম্বর ছাত্র হল-অনার্স হল- ৭৩৫ ভোটারের মধ্যে ৫৬৪ ভোট, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল- ৯৯১ ভোটারের মধ্যে ৮১০ ভোট, শহীদ তাজউদ্দীন আহমদ হল: ৯৪৭ ভোটারের মধ্যে ৭৫২ ভোট
ছাত্রী হল
জাহানারা ইমাম হল- ৩৬৭ ভোটারের মধ্যে ২৪৭ ভোট, নওয়াব ফয়জুন্নেসা হল- ২৮০ ভোটারের মধ্যে ১৩৭ ভোট, প্রীতিলতা হল- ৩৯৯ ভোটারের মধ্যে ২৪৬ ভোট, বেগম খালেদা জিয়া হল- ৪০৯ ভোটারের মধ্যে ২৪৯ ভোট, বেগম সুফিয়া কামাল হল- ৪৫৬ ভোটারের মধ্যে ২৪৬ ভোট, ১৩ নম্বর ছাত্রী হল- ৫৩২ ভোটারের মধ্যে ২৭৯ ভোট, ১৫ নম্বর ছাত্রী হল- ৫৭১ ভোটারের মধ্যে ৩৩৮ ভোট, রোকেয়া হল- ৯৫৫ ভোটারের মধ্যে ৬৮০ ভোট, ফজিলাতুন্নেছা হল- ৮০৩ ভোটারের মধ্যে ৪৮৯ ভোট, বীরপ্রতীক তারামন বিবি হল- ৯৮৪ ভোটারের মধ্যে ৫৯৫ ভোট।
নির্বাচন ও প্রার্থীসংখ্যা
মোট ভোটার: ১১,৭৪৭ জন, প্রতিযোগী প্রার্থী: ১৭৮ জন, সহ-সভাপতি (ভিপি): ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস): ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ): ১০ জন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

 
                            -20250912123650.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন