প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অংশ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিনিয়োগ উন্নয়নে সংশ্লিষ্ট তিন সংস্থা—বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)।
সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে বিনিয়োগ ও শিল্পায়নে গতি আনার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—কার্গো ম্যানিফেস্ট সংশোধনের প্রক্রিয়া সহজীকরণ, আমদানিকৃত কার্গো সরাসরি ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) ও অফডক স্থাপনায় স্থানান্তর, কারখানা পর্যায়ে কাস্টমস খালাস সুবিধার সম্প্রসারণ, আংশিক বন্ডেড ওয়্যারহাউজিং সুবিধা চালু এবং খাতভিত্তিক কাস্টমস ও বন্ড সুবিধার উন্নয়ন করা।
বৈঠকে এসব প্রস্তাবনা ও আলোচ্য বিষয়গুলো সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আগামী আগস্ট মাসে পরবর্তী সমন্বয় সভার মাধ্যমে এই যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে বলে বিডা জানিয়েছে।
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে এ ধরনের নিয়মিত সমন্বয় সভা ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :