বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ.এফ.এম. শাহীনুল ইসলামের একটি ‘ব্যক্তিগত ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভুয়া এবং তার বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছেন বিএফআইইউ প্রধান এ.এফ.এম. শাহীনুল ইসলাম।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
প্রতিক্রিয়া জানিয়ে এ.এফ.এম. শাহীনুল ইসলাম বলেছেন, ‘আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটা ভুয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত। শুরু থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে লেগে আছে।’
তিনি দাবি করেন, তার কর্মকাণ্ডে কয়েকটি বড় গ্রুপ ও কিছু ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় তারা অফিস এবং মিটিংসংক্রান্ত বিভিন্ন ভিডিওর সাথে মুখাবয়ব জুড়ে দিয়ে একটা অসামাজিক ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করেছে। তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা জানেন সরকার পরিবর্তনের পরে দেশের অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে অনেকের শত্রুতে পরিণত হতে হয়েছে। এটি একটি বিশাল কাজ। দেশের মানুষের অর্থ দেশে ফিরিয়ে আনতে আমাকে অনেকের বিরদ্ধে মামলা করতে হয়েছে, অনেকের কোটি কোটি টাকা ফ্রিজ করতে হয়েছে। এ কাজ করতে গিয়ে আমার শত্রু তৈরি হয়েছে। আমাকে পরাস্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে এসব পাচারকারীরা। আপনারা জানেন আজকাল AI প্রযুক্তি ব্যবহার করে ছবির সাথে ছবি জুড়ে দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে তা দিয়ে ব্ল্যাক মেইল করা যায়।
তিনি বলেন, আমাকে এভাবে হেয় করতে পারলে একটা গ্রুপ সুবিধা নিতে পারবে বলে মনে করে আমি দৃঢ়তার সাথে এ ধরনের অপকর্মের প্রতিবাদ জানাচ্ছি। ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে এবং তারা এটি নিয়ে কাজ করছেন।
শাহীনুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক আমার প্রাণের প্রতিষ্ঠান। এর কোনো অপমান যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা খুশি হবেন জেনে ইতিমধ্যে প্রকৃত অপরাধীকে ধরতে কাজ শুরু হয়েছে। সবার কাছে অনুরোধ, অতি উৎসাহিত হয়ে কেউ বিশৃঙ্খলা করবেন না। তাতে করে আমাদের সুনাম ক্ষুণ্ণ হবে এবং প্রকৃত দোষী আড়ালে চলে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিএফআইইউ যেহেতু স্বায়ত্তশাসিত সংস্থা, তাই কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো মন্তব্য করবে না।
শাহীনুল ইসলাম চলতি বছরের ১২ জানুয়ারি বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সংস্থাটির উপ-প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত ইউনিট। মানিলন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার প্রতিরোধে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন