রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:০৪ এএম

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:০৪ এএম

স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি অনুষ্ঠানে তরুণ প্রতিভাদের সম্মাননা প্রদান করেন অতিথিরা। ছবি- সংগৃহীত

স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি অনুষ্ঠানে তরুণ প্রতিভাদের সম্মাননা প্রদান করেন অতিথিরা। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লু বে ভিউ–তে রঙ, সুর আর সৃষ্টিশীলতার এক অনন্য সম্মিলনে অনুষ্ঠিত হলো ‘জিএমআইটি প্রেজেন্স স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি ২০২৫–সিজন থ্রি’, পাওয়ার্ড বাই নিমবা।

সেপ্টেম্বরের প্রথম সন্ধ্যায় তারকাদের উপস্থিতি আর আলোকোজ্জ্বল সাজে যেন বদলে যায় হোটেল প্রাঙ্গণ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতিমান চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, যিনি এই উদ্যোগকে চট্টগ্রামের ফ্যাশন ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমআইটি চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। দ্য ডেইলি পিপলস টাইমসের এডিটর ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, নিমবা আয়ুর্বেদিক গ্রুপের চেয়ারম্যান তাহমিনা আক্তার, স্টার ফেয়ারের প্রধান উপদেষ্টা হাসানুজ্জামান, সাজ্জাদ বিন খালেদ, তাসলিম হাসান হৃদয়, সুমন, বিপ্লব পাল এবং স্টার ফেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন আলো। আরও উপস্থিত ছিলেন স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সির আয়োজক কমিটির শর্মী সেনগুপ্তা, শওকত হোসেন, তুষার হোসেন, অমি খান ও আরিয়ান আহমেদ।

আয়োজনের মূল আকর্ষণ ছিল বর্ণিল ফ্যাশন কিউ। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চট্টগ্রাম বিজিএমইএ’র ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকে র‍্যাম্পে হেঁটেছেন চট্টগ্রামের জনপ্রিয় মডেলরা। পাশাপাশি ছিল বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশন, স্বদেশী পণ্য ই-কমার্স, হৃদস এডন, টঙ্গী, নকশা কাব্য, বাহ শপ, লাক্সি কটোর। স্থানীয় ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ডগুলোও তাদের সর্বশেষ সংগ্রহ উপস্থাপন করে।

নতুন প্রজন্মের সৃজনশীলতা আর অভিজ্ঞ ডিজাইনারদের নান্দনিকতার এই মেলবন্ধনে দর্শকরা পান অনন্য অভিজ্ঞতা।

শুধু ফ্যাশন নয়, সম্মাননা প্রদানের মধ্যদিয়েও আলোকিত হয় সন্ধ্যা। আজীবন সম্মাননা প্রদান করা হয় একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন র‍্যাম্প মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে।

এছাড়া নারী উদ্যোক্তা শাহতাজ পারভীন মুনমুন, ফ্যাশন কোরিওগ্রাফার সালেহ রবি জন, নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, মিস বাংলাদেশ তোরসা, মিস্টার বাংলাদেশ ফাহিম এবং ফেস অব বাংলাদেশ জারিফ–ফ্যাশন, এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া এস এম নাসিরুল কাদের, আশরাফুল ইসলাম টিটু, সাদিয়া আলম, ভয়েস অব দ্য পোর্ট সিটি সাবের সাহ, আইকনিক কনটেন্ট ক্রিয়েটর আসিফ আহমেদ শোভন, আইকনিক কনটেন্ট ক্রিয়েটর বেস্ট হিপ-হপ ড্যান্স গ্রুপ ০২-সহ বেশ কয়েকজন তরুণ প্রতিভা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পান।

প্রোগ্রামটির লাইটিং এবং এলইডি পার্টনার হিসেবে ছিলেন দ্য লাইটিং স্টার এবং ইভেন্ট  প্ল্যানিংয়ে ছিলেন অ্যাকটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড প্রোগ্রাম প্ল্যানিংয়ে ছিলেন এম টি এম প্রোগ্রাম প্ল্যানার এবং মেকআপে ছিল বাতি ট্রেনিং ইনস্টিটিটিউট।

অনুষ্ঠান পরিকল্পনার দায়িত্বে ছিলেন স্টার ফেয়ারের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন আলো, হাসানুজ্জামান, শর্মি সেন গুপ্ত, সাখাওয়াত হোসেন ও তুষার আলম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা এবং কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন আমি খান এবং আরিয়ান। প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনজুড়েই দর্শকদের মাতিয়ে রাখেন আরাফাত ইসলাম রূপক ও সেঁজুতি বড়ুয়া।

অতিথিদের অভিমত, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বিশ্বদরবারে তুলে ধরতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ ভাগে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সংগীত আর রঙিন আয়োজনের মধ্যদিয়ে রাতটি হয়ে ওঠে স্মরণীয়। সবশেষে গালা ডিনারে মিলিত হন অতিথিরা।

চট্টগ্রামের তরুণ ডিজাইনার, মডেল আর ফ্যাশনপ্রেমীদের জন্য ‘স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি’ এখন শুধু একটি ফ্যাশন শো নয়, বরং নতুন সম্ভাবনা, স্বপ্ন আর আন্তর্জাতিক স্বীকৃতির এক সেতুবন্ধন।

Link copied!