ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রেমিটেন্স সংগ্রহে রূপালী ব্যাংকের ১ বিলিয়ন ডলারের মাইলফলক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৬:২০ পিএম
ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে এই সাফল্য উদযাপন করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি প্রথমবারের মতো পঞ্জিকাবর্ষে ফরেন রেমিটেন্স সংগ্রহে ১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অর্জন করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কেক কেটে এই সাফল্য উদযাপন করেন।

প্রবাসীদের আস্থা, যুগোপযোগী রেমিটেন্স সেবা, অংশীগণের আস্থা এবং সর্বোপরি রেমিটেন্স সংশ্লিষ্ট কর্মকর্তাগণের আন্তরিকতার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে বলে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো. মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।