ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় স্কুটি-ট্রাক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৬:০৯ পিএম
দুর্ঘটনা কবলিত আটা বোঝাই মিনি ট্রাক। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়া-সান্তাহার মহাসড়কের আদমদীঘির অদূরে একটি স্কুটি, আটা বোঝাই মিনিট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইকের (টমটম) ত্রিমুখী সংঘর্ষে শিক্ষিকা নাদিরা আক্তার মীম (২৭) ও তার দুই বছর বয়সি শিশুকন্যা নাফিজা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষিকার স্বামী মাওলানা রমজান আলীসহ আরও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আদমদীঘি সদরের অদূরে ডালম্বা গ্রামের নিকটস্থ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাদিরা আক্তার মীম আদমদীঘি উপজেলার ছাতনী খাপাড়া গ্রামের মসজিদের ইমাম মাওলানা রমজান আলীর স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান নাফিজা আক্তার। তিনি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষিকা ছিলেন। 

অপরদিকে, আহত রমজান আলীকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অপর এক আহত নাজমা বেগম (চন্দ্রদীঘি, দুপচাঁচিয়া)-কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতনী খাপাড়া গ্রামের মাও. রমজান আলী তার স্ত্রী ও কন্যাকে স্কুটিতে নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ডালম্বা গ্রামের কাছে বিপরীতমুখী একটি আটা বোঝাই মিনিট্রাক একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে তিনটি যানবাহনই সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নাদিরা আক্তার মীম ও তার শিশুকন্যা নাফিজা নিহত হন এবং স্কুটিতে থাকা মাও. রমজান আলী ও টমটমে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

আদমদীঘি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর আটা বোঝাই মিনি ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।