ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই কাওসারুজ্জামান পিপিএম-এর নেতৃত্বে চর করমুল্লা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ছালেহ উদ্দিন (৩৬) ও মো. মামুন (৩২)।

তাদের হেফাজত থেকে পৃথক দুটি পলিথিনে মোড়ানো মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সুধারাম থানার ওসি কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।