ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মহানবিকে নিয়ে কটূক্তির ঘটনায় মারধর-বিক্ষোভ, প্রশাসনের বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:৫৫ পিএম
ঘটনায় মাদরাসা শিক্ষার্থী ও উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ধোবাউড়ায় মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বাবুল মিয়া (৫০) নামের এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাদরাসা শিক্ষার্থী ও তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাযন। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে জেলার পুজামণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে মাদরাসা শিক্ষার্থী ও স্থানীয় তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে অভিযুক্ত আনসার সদস্যকে সেখানেই আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন তারা।

পরে উত্তেজিত জনতা হালকাভাবে মারধর করে এবং কলসিন্দুর মাদরাসায় তাকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক বাবুল মিয়া ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের নোয়াব আলীর ছেলে। তিনি খণ্ডকালীন আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারদিন আগে বাবুল মিয়া পঞ্চনন্দপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে মহানবি (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার কলসিন্দুর বাজারে তাকে দেখে ক্ষুব্ধ ছাত্র ও জনতা জড়ো হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসাইন এবং ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার। বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স উত্তেজিত জনতার উদ্দেশে বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে ইউএনও মো. উজ্জ্বল হোসাইন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।’

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। বিএনপি সব ধর্ম ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল।’

ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, ‘আনসার সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’