ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নেইমারের বিশ্বকাপ খেলা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:০৬ পিএম
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

আবারও নতুন করে চোটের কবলে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। এই চোটে ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা সংশয় তৈরি হয়েছে।

জানা গেছে, এই চোটের কারণে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকবেন নেইমার জুনিয়র।

এদিকে, সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইক্সেইরান্তোও নেইমারের নতুন করে চোটে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

৩৩ বছর বয়সি এই তারকা ফুটবলার একসময় ব্রাজিলের ‘গোল্ডেন বয়’ হিসেবে পরিচিত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে নেইমারের ফিটনেস নিয়ে নিয়মিত সমস্যা দেখা দিয়েছে। এবার তার উরুতে চোট পাওয়ায় সান্তোসের মৌসুমে বড় প্রভাব পড়েছে।

চলতি সিজনে ২১ ম্যাচে ৬ গোলের সাফল্য পেলেও তার উপস্থিতির অনিয়মিততা ক্লাবের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। সান্তোস বর্তমানে রিলিগেশনের ঝুঁকি থেকে মাত্র পাঁচ পয়েন্ট উপরে অবস্থান করছে।

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তিও এই বিষয়ে সতর্ক। তিনি বলেন, নেইমার যদি সম্পূর্ণ ফিট থাকে, তখনই বিশ্বকাপে তার ভূমিকা থাকবে। এখন প্রধান লক্ষ্য হলো সুস্থ থাকা।

অপরদিকে সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছে, নেইমার ডিসেম্বরের দিকে মাঠে ফিরতে পারবেন।

বিশ্ব ফুটবল ভক্তদের চোখ এখন ২০২৬ সালের নর্থ আমেরিকান বিশ্বকাপের দিকে। ব্রাজিলের নাম্বার ১০ হিসেবে নেইমারের সক্ষমতা এবং ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় তার বিশ্বমঞ্চে পুনরায় অবদান রাখতে পারা কতটা সম্ভব তা দেখার আগ্রহ তীব্র।