ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ সম্মাননা অনুষ্ঠানে যাচ্ছেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৫:৩৮ পিএম
সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম। সৌজন্য ছবি

ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ সম্মাননা অনুষ্ঠানে যাচ্ছেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম। রিয়েল এস্টেট খাতে অসামান্য অবদানের জন্য ব্রিটিশ পার্লামেন্টের লর্ড ব্যারোনেস পলাউদ্দিনের আমন্ত্রণে আগামী ১৫ মে লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত ওই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

আগামী ১৪ মে লন্ডনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কোম্পানির চিফ এক্সিকিউটিভদের নিয়ে আয়োজিত একটি ডিনারেও তিনি অংশ নেবেন।

মোহাম্মদ ফজলুল আজিম আগামী ১২ মে চট্টগ্রাম থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সফরকালে তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন।