ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

পাঁচবিবি থানার এসআই ছুরিকাঘাতে আহত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৫, ১১:৪৫ এএম
আহত পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর। ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীরের (২৯) ডান হাত ও বাঁ পায়ে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। তবে তাকে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১১ মে) বিকেলে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নবী জানান, আহত পুলিশ কর্মকর্তার ডান হাত ও বাম পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার পর তিনি সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন।

আহত পুলিশ কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ‘উপজেলার পাটাবুকা গ্রাম থেকে ফেরার পথে এক ব্যক্তি তাকে আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যান। এ সময় তার সহকর্মীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন।’

এর বেশি আর কিছু না বলে প্রসঙ্গ এড়িয়ে যান এসআই আলমগীর।

তবে এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীকে তার সাবেক স্বামী আটকে রেখেছেন বলে ৯৯৯ কল করেন ওই নারী। পরে সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনা সমাধানের চেষ্টা করে বাসায় ফিরছিলেন। পথে তার ওপর হামলা চালানো হয়।’

‘হামলাকৃত ব্যক্তি মাদকাসক্ত এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মইনুল।