ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

‘যুদ্ধবিরতির অনুরোধ করেছে ভারত, পাকিস্তান নয়’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ১১:৩৮ এএম
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী। ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যুদ্ধবিরতির জন্য পাকিস্তান কখনো অনুরোধ করেনি। বরং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে ভারতের প্রস্তাবে তারা সাড়া দিয়েছে।

সোমবার (১২ মে ) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, ৬ ও ৭ মে গভীর রাতে ভারত নিজেরাই পাকিস্তানে হামলা চালিয়ে পরে যুদ্ধ থামাতে অনুরোধ করেছে।

তিনি বলেন, ‘পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য হাত বাড়ায়নি। বরং, উপযুক্ত জবাব দেওয়ার পর আমরা কথা বলেছি।’

তিনি জানান, সীমান্তে পাকিস্তানের সেনারা এখনো যুদ্ধবিরতি মেনে চলছে এবং কোনো রকম আগ্রাসন হলে তার জবাবও দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপ্রিয়, কিন্তু আক্রমণ হলে চুপ থাকব না।’