ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

গ্রামীণ ব্যাংক চেয়ারম্যানের সঙ্গে নুরে আলম তালুকদারের মতবিনিময়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১০:২২ পিএম
ছবি- সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের নবনিযুক্ত পরিচালক নুরে আলম তালুকদার।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে নুরে আলম তালুকদারকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান।

মতবিনিময়কালে পল্লী দারিদ্র্য বিমোচনে রাষ্ট্রায়ত্ত পল্লী সঞ্চয় ব্যাংক, গ্রামীণ ব্যাংকের সফল মডেল অনুসরণ করে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।