ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলাদেশ ব্যাংকে শহীদ আবু সাঈদ স্মরণে দেওয়াল কর্মসূচি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৬:৩৮ পিএম
আবু সাঈদ স্মরণে মানব দেওয়াল কর্মসূচি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ শহীদ আবু সাঈদ স্মরণে প্রতীকী ‘আবু সাঈদ দেওয়াল’ নির্মাণসহ দোয়া মাহফিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

‘জুলাই অভ্যুত্থান’ ও শহীদ আবু সাঈদের আত্মদানের এক বছর পূর্তিতে বুধবার (১৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি শেষে কর্মকর্তারা শহীদ আবু সাঈদের মতো দুই হাত প্রসারিত করে মানব দেওয়াল গড়ে তোলেন। তাদের বক্তব্যে উঠে আসে, আবু সাঈদ শুধু একজন শহীদ নন তিনি দেশের জনগণকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, ‘গত বছরের এই দিনে আবু সাঈদ জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। তার আত্মদানের মাধ্যমে মানুষ শিখেছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে হয়।’

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া সব তরুণদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভবিষ্যতেও যেন অন্যায়ের বিরুদ্ধে সবাই আবু সাঈদের মতো প্রতিবাদী হয়ে ওঠে, সেই প্রত্যাশা রাখি।

অপর এক বিভাগের পরিচালক বায়েজিদ সরকার বলেন, আবু সাঈদ আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দেশের মালিক জনগণ—কোনো দলের নয়। গত ১৬ বছর ধরে একটি রাজনৈতিক গোষ্ঠী রাষ্ট্রের নিয়ন্ত্রণ দখল করে রেখেছিল। তারা আইন, অর্থনীতি, সমাজ সবকিছু ভেঙে ফেলেছিল। এখন আমরা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছি।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে, কিন্তু আমরা তাদের শহীদদের কখনও সামনে থেকে দেখিনি। আবু সাঈদের আত্মদান আমাদের চোখের সামনেই ঘটেছে। তিনি আমাদের সাহসের প্রতীক।

তিনি আরও বলেন, ব্যাংক খাত ধ্বংস করা হয়েছিল। নতুন সরকার কিছুটা সুশাসন ফিরিয়েছে। অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হয়েছে, যদিও এখনো অনেক কিছু করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করছে।