ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

লোগো ব্যবহারে সতর্কবার্তা ক্রিকেট বোর্ডের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০১:৩৭ এএম

লোগো ব্যবহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও সতর্ক হয়েছে। যেকোনো বিভাগের হয়ে খেলায় ক্রিকেটারদের জার্সিতে বিসিবির লোগো ব্যবহৃত হয়। ছেলে ও মেয়েদের জাতীয় দল ছাড়াও বয়সভিত্তিক, হাইপারফরম্যান্স (এইচপি) এবং ‘এ’ দলসহ বিসিবির অধীনে থাকা সব দলের জার্সিতেই বিসিবির অফিশিয়িাল লোগো দেখা যায়। তবে সম্প্রতি বিসিবির লোগো অপব্যবহারের বিষয় নজরে এসেছে দেশীয় ক্রিকেটের অভিভাবক সংস্থাটির। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে গঠিত দল এবং সেই দলের দেশে-বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানতে পেরেছে যে, শারীরিক প্রতিবন্ধী কিছু ক্রিকেটারর নিয়ে গঠিত দল বিদেশে সফর করেছে এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ‘বাংলাদেশ’ নাম ব্যবহার করে এবং কিছু ক্ষেত্রে বিসিবির অফিসিয়াল লোগো ব্যবহার করে, যা কোনো সরকারি অনুমোদন বা বিসিবির সঙ্গে সম্পর্ক ছাড়াই ঘটেছে।’ সম্প্রতি বিসিবির সভায় লোগো ও অনুমোদন ছাড়াই বাংলাদেশ ক্রিকেটের পরিচয় ব্যবহার করা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে অননুমোদিত কর্মকা- নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বোর্ড মনে করে, এ ধরনের কার্যক্রম শুধু বিসিবির অফিসিয়াল অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করে না, বরং আন্তর্জাতিক পরিসরে বোর্ড এবং দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার ঝুঁকিও সৃষ্টি করে। বিসিবি এবং বাংলাদেশ সরকারের অনুমোদন ছাড়া সফরে লোগো ব্যবহারে নিষেধ করার পাশাপাশি তাদের সব কাজের দায়মুক্ত থাকার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে, ‘বিসিবি এবং প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা দল ‘বাংলাদেশ’ নাম, জাতীয় পতাকা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল লোগো ব্যবহার করতে পারবে না। কোনো অনুমোদন ছাড়াই (কোন দলের) করা সফর বা কার্যক্রমকে অননুমোদিত হিসেবে গণ্য করা হবে এবং এর ফলে সৃষ্ট যে কোনো পরিণতির জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পূর্ণ দায়ভার বহন করবে। অননুমোদিত প্রতিনিধিত্ব, লোগোর অপব্যবহার অথবা অননুমোদিতভাবে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে বিসিবি কোনোভাবেই দায়ী থাকবে না।’ একই সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিসিবি, ‘বিসিবির নাম, লোগো বা বাংলাদেশ জাতীয় দলের পরিচয় অপব্যবহারকারী ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে বোর্ড প্রয়োজনীয় আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে যেমনÑ দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, স্পনসর, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে অনুরোধ করছি, বিসিবির সঙ্গে কোনো দলের সম্পর্ক আছে বলে দাবি করলে তাদের সত্যতা যাচাই করার জন্য।’