ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকে শৃঙ্খলাজনিত তদন্ত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৫:২৫ পিএম
পল্লী সঞ্চয় ব্যাংকে শৃঙ্খলাজনিত তদন্ত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

পল্লী সঞ্চয় ব্যাংকের তিন দিন ব্যাপী ‘শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলার তদন্তবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির’ সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক জনাব নুরে আলম তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালমা বানু। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ব্যাংকের শৃঙ্খলা ও আপিল বিভাগে কর্মরত ছয়জন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভাগীয় মামলার তদন্তে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও কার্যকরতা নিশ্চিত করার কৌশল ও দক্ষতা অর্জন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ব্যাংকের শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়সংগত তদন্ত প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা প্রশিক্ষণ অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পল্লী সঞ্চয় ব্যাংক ভবিষ্যতেও এমন দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।