বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০২:৩০ পিএম

সৌন্দর্যের নতুন নাম ‘ফিয়েরা’, প্যারাশুটের নতুন ব্র্যান্ড এখন দারাজের সুপার ব্র্যান্ড ডে-তে

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০২:৩০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে শুরু হয়েছে মারিকো সুপার ব্র্যান্ড ডে। ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে ত্বক ও চুলের যত্নের নানা নতুন পণ্যের অফার। ঘরে বসেই পাচ্ছেন আকর্ষণীয় ছাড়, ভাউচার, ফ্রি ডেলিভারি, বায় ওয়ান গেট ওয়ান সুবিধা এবং কম্বো প্যাক অফার।

অফারে যা যা থাকছে:

•    নতুন পণ্য – একেবারে নতুন স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার কালেকশন
•    ফ্রি শিপিং – কোনো বাড়তি খরচ ছাড়াই পণ্য পৌঁছে যাবে দোরগোড়ায়
•    ভাউচার সুবিধা – বাজেটের মধ্যে পছন্দের জিনিস কেনার বাড়তি সুযোগ
•    বোগো অফার – কিনুন একটি, সাথে ফ্রি পান আরেকটি
•    কম্বো ডিল – একইসাথে একাধিক দরকারি পণ্য, দারুণ দামে

এই চার দিনে আপনার সৌন্দর্য ও যত্নের জন্য বেছে নিতে পারেন মারিকোর সেরা চারটি পণ্য। এখনই লুফে নিন আপনার পছন্দের পণ্যটি।

১. ফিয়েরা স্পট-লেস পিঙ্ক ব্রাইটেনিং ক্রিম (২৩ গ্রাম)

ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং দাগ হালকা করতে এই নতুন ফিয়েরা ব্রাইটেনিং ক্রিম একটি আদর্শ সমাধান। নিয়মিত ব্যবহার করলে মুখের কালো দাগ কমে যায়, ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল। হালকা টেক্সচার হওয়ায় এটি সহজেই ত্বকে মিশে যায় এবং সারা দিন ত্বককে রাখে সতেজ।

কিনতে ক্লিক করুন এখানে

২. প্যারাশুট ন্যাচারেল নিউরিশিং কেয়ার শ্যাম্পু (অ্যালোভেরা ও নারিকেল দুধ, ৩৩০ মিলি)

চুলের যত্নে অ্যালোভেরা এবং নারিকেল দুধের গুণ একসাথে নিয়ে এসেছে প্যারাশুট ন্যাচারেল শ্যাম্পু। এই শ্যাম্পু চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুষ্টি জোগায়, চুল ভেঙে যাওয়া কমায় এবং চুলকে করে তোলে আরও মসৃণ, শক্ত ও সিল্কি। সম্পূর্ণ ভেগান ও প্যারাবেনমুক্ত হওয়ায় এটি সকল ধরনের চুলের জন্য নিরাপদ।

কিনতে ক্লিক করুন এখানে

৩. প্যারাশুট জাস্ট ফর বেবি – বেবি গিফট বক্স (৪৫০ মিলি)

শিশুর কোমল ত্বক ও চুলের যত্নে এক প্যাকেজেই থাকছে পাঁচটি অপরিহার্য পণ্য-বেবি পাউডার, বেবি অয়েল, বেবি লোশন, বেবি ওয়াশ এবং বেবি ফেস ক্রিম। এই সম্পূর্ণ সেটটি শিশুর প্রতিদিনের ব্যবহার উপযোগী এবং নতুন মা-বাবার জন্য এটি একটি আদর্শ উপহার। এতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

কিনতে ক্লিক করুন এখানে

৪. প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা সমৃদ্ধ নারিকেল তেল (১৫০ মিলি × ২)

অ্যালোভেরার প্রাকৃতিক গুণ আর খাঁটি নারিকেল তেলের সমন্বয়ে তৈরি এই ডাবল প্যাক চুলের গভীর পুষ্টি জোগায়। নিয়মিত ব্যবহার করলে চুল হয় নরম, মসৃণ ও উজ্জ্বল। শুষ্ক ও রুক্ষ চুলে আর্দ্রতা ফিরিয়ে আনে এবং চুল ভাঙা কমায়। সকল ধরনের চুলের জন্য উপযোগী এই বিশেষ তেল চুলের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।

কিনতে ক্লিক করুন এখানে

কেন দারাজ থেকে মারিকো সুপার ব্র্যান্ড ডে-তে কেনাকাটা করবেন?

•    ঢাকার মধ্যে মাত্র দুই দিনে দ্রুত ডেলিভারি এবং ঢাকার বাইরে মাত্র তিন দিনের মধ্যেই পণ্য হাতে পৌঁছে যাবে।
•    নিশ্চিন্তে কেনাকাটার জন্য রয়েছে ১৪ দিনের সহজ রিটার্ন সুবিধা।
•    সীমিত সময়ের বিশেষ অফার, যা শুধুমাত্র ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রযোজ্য।

আপনার সৌন্দর্য ও যত্নের যাত্রায় আজই যোগ দিন। এখনই দারাজে ভিজিট করে সংগ্রহ করুন মারিকোর নতুন সব পণ্য-স্টক শেষ হওয়ার আগেই!

Link copied!