বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:১২ পিএম

জুটি বাঁধলেন তানিয়া বৃষ্টি ও শাশ্বত দত্ত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:১২ পিএম

শাশ্বত দত্ত ও তানিয়া বৃষ্টি। ছবি- সংগৃহীত

শাশ্বত দত্ত ও তানিয়া বৃষ্টি। ছবি- সংগৃহীত

রোমান্সনির্ভর গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘ভাবিনি এমন হবে’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি ও শাশ্বত দত্ত। এটি রচনা ও পরিচালনা করেছেন জিনাত তামান্না।

জানা যায়, সিলেটে শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। পর্দায় ‘রাকা’ চরিত্রে রয়েছেন তানিয়া বৃষ্টি। অন্যদিকে, শাশ্বত দত্ত রয়েছেন ‘মাহি’ চরিত্রে। মায়ের ভূমিকায় আছেন মিলি বাসার।

গল্পে দেখা যাবে, সদ্য লন্ডন থেকে ফিরেছেন রাকা। সে তার মাকে শ্রীমঙ্গল থেকে লন্ডনে নিয়ে যেতে চায়। কিন্তু এসেই দেখে মাহি তার মাকে একরকম দখল করে রেখেছেন। রাকার মাকে মাহি যা বলে, মা বলতে গেলে সেটাই করেন। রাকা সন্দেহ করে যে, মায়ের সম্পত্তির লোভে কোনো ষড়যন্ত্র করছে না তো মাহি? চলতে থাকে নজরদারি। ধীরে ধীরে চরম সত্য সামনে এসে দাঁড়ায়। শুরু হয় নাটকীয় ঘটনা, পরিণতি ও সমাধান।

তানিয়া বৃষ্টি বলেন, ‘গল্পটা খুবই চমৎকার। আমরা শ্রীমঙ্গল যেয়ে বৃষ্টির সময় অনেক কষ্ট করে কাজ করেছিলাম। গল্পটি অসাধারণ, দর্শক নিশ্চয়ই এ নাটকে আমাকে অন্যভাবে দেখবেন।’

মিলি বাসার বলেন, ‘ঢাকার বাইরে যেয়ে খুব বেশি কাজ এখন আর করি না। তবে এটা করার কারণ চমৎকার একটি মায়ের চরিত্রের জন্য। গতানুগতিক মায়ের চরিত্রের বাইরে। জিনাত নারী পরিচালক হওয়ায় মায়ের চরিত্রটা বেশ ভালো করে তুলে ধরতে পেরেছেন বলে মনে করি। তার গুছিয়ে কাজ করার ব্যাপারটা আমার ভালো লেগেছে।’

নাটকটি শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভির পর্দায় প্রচার হবে বলে জানা গেছে।

জিনাত তামান্না এর আগে নির্মাণ করেছেন ‘বুনোহাঁস’, ‘তোমারই আবেশে’, ‘ডার্ক এঞ্জেল’সহ বেশকিছু নাটক। 

সম্প্রতি তিনি নির্মাণ করছেন ‘না পাঠানো চিঠি’, ‘মধ্যবর্তিনী’, ‘দুইবোন’সহ আরও কিছু একক নাটক। শিগগিরই সেগুলো প্রচারে আসার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!