ইংলিশ ফুটবলে ইতিহাস গড়তে যাচ্ছে লিভারপুল। ব্রিটিশ ফুটবলে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে নিউক্যাসল ইউনাইটেডের তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে ভেড়ানোর জন্য ১৩০ মিলিয়ন পাউন্ডের বিশাল প্রস্তাব দিতে যাচ্ছে ক্লাবটি।
১৩০ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় ১৮০০ কোটি টাকারও বেশি।
ব্রিটিশ গণমাধ্যম 'দ্য সান'-এর প্রতিবেদন অনুসারে, এই ট্রান্সফার সম্পন্ন হলে তা হবে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি।
ধারণা করা হচ্ছে, সোমবার সেন্ট জেমস' পার্কে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের পরেই এই আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে।
২৫ বছর বয়সি সুইডিশ তারকা ইসাক সম্প্রতি সামাজিক মাধ্যমে নিউক্যাসল কর্তৃপক্ষের প্রতি তার অসন্তোষ প্রকাশ করেন।
ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি ক্লাবের দেওয়া প্রতিশ্রুতি ভঙের অভিযোগ আনেন, যা নিউক্যাসল শিবিরে ভালোভাবে নেওয়া হয়নি।
‘ডেইলি মেইলের’ রিপোর্ট অনুযায়ী, ইসাকের এই মন্তব্যের ফলে নিউক্যাসল তাকে ছাড়ার ব্যাপারে আরও কঠোর অবস্থান নিতে পারে।
শুধু ইসাকই নয়, লিভারপুল এই ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে তাদের রক্ষণভাগও শক্তিশালী করতে চাইছে। অ্যানফিল্ডের ক্লাবটি ক্রিস্টাল প্যালেসের সেন্টার-ব্যাক মার্ক গেহিকেও দলে টানতে আগ্রহী।
জানা গেছে, গেহির জন্য প্রায় ৩৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রস্তুত রেখেছে লিভারপুল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন