সিলেটে বিমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা করেছে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স।
শনিবার (২৩ আগস্ট) সিলেটে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ কোটি ২০ লক্ষ টাকার বিমা দাবির চেক গ্রাহকদের নিকট বিতরণ করেন।
সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এ এস এম সাজ্জাদুর রহমান, গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন ও বালাগঞ্জ জোন প্রধান রুমা দর চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে সিলেট অঞ্চলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এ এস এম সাজ্জাদুর রহমান।
সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেন, ‘বিমা পেশায় আমরা অতীতে যে প্রতিকূল অবস্থা মোকাবিলা করে এসেছি তা এখন আর নেই। বলা যায় বিমা পেশায় এখন স্বর্ণযুগ চলছে। এ অনুকূল পরিবেশে বিমা কর্মীদের আরও বেশি মাত্রায় কাজ করে যেতে হবে।’
তিনি আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ঘরে ঘরে ন্যাশন্যাল লাইফের বিমাসেবা পৌঁছে যাবে।
সভায় সিলেট অঞ্চলের প্রায় ১ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথি পরে সফল বিমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন