রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের সময় চেয়ে অনুরোধে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বাবু বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে হাউজ মনে করলে রাকসু নির্বাচনে ছাত্রদলকে সুস্পষ্ট যুক্তির ভিত্তিতে যৌক্তিক সময় দেওয়া যেতে পারে।’
ছাত্র শিবিরের পাশাপাশি ছাত্রদলকে সময় দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন শাখা ছাত্র অধিকার পরিষদ। এর আগে ছাত্রদলের পুনর্গঠন ও নির্বাচনি প্রস্ততির জন্য দুই মাস সময় চেয়ে নির্বাচন কমিশনে একটি আবেদন করে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের সভায় এটি এজেন্ডা হিসেবে হাজির করা হয়।
এ ছাড়াও শিক্ষার্থীদের হল থেকে ভোট কেন্দ্র অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর, ছবিযুক্ত ভোটার তালিকাসহ কয়েকটি দাবির বিষয়ে এ আলোচনা সভায় রাজনৈতিক সংগঠনগুলোর মতামত নেওয়া হয়। এতে শাখা ছাত্রপক্ষ বাদে সবাই নির্বাচনে সকলে ভোট কেন্দ্র আবাসিক হলের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তরের দাবি করেন। তবে সেখানে ছাত্র নেতারা কয়েকটি শঙ্কা তুলে ধরেন। পরে নির্বাচন কমিশন সে সংকট সমাধানের আশা ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন দাবি করে, ভোট কেন্দ্র অ্যাকাডেমিক ভবনে হলেও সেখানে হল প্রশাসনই নির্বাচন পরিচালনা করবে। এ ক্ষেত্রে একটি আবাসিক হলের ভোটারদের সঙ্গে অন্য হলের ভোটারদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে না।
সভায় এজেন্ডা হিসেবে উপস্থাপিত হয়ে ভোটার তালিকায় ছবি থাকার বিষয়টি। এ বিষয়ে ছাত্র নেতারা, ছবিযুক্ত ভোটার তালিকার নানা সুবিধা এবং এটা প্রণয়নের জন্য নানা দাবি করেন। তারা দাবি করেন ছবিযুক্ত ভোটার তালিকা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা কঠিন।
সভা শেষে নির্বাচন কমিশন সকলের মতামতকে বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন একটি সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত করবেন বলে জানানো হয়।
সভার একপর্যায়ে সাইবার বুলিং রোধে একটি সেল গঠনের দাবি জানানো হয়। সভার শেষের দিকে ছাত্র ইউনিয়ন (একাংশ), ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল থেকে সাইবার বুলিং রোধের একটি সতন্ত্র সেল গঠন করার প্রস্তাব দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে জানানো হয়, বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সকলের উদ্দেশে বলেন, ‘আমরা সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু পরিচালনা করতে চাই। এতে সকল দলের মতামতকে বিবেচনায় নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন