জুলাইয়ে শহীদ ও আহতদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে তারা। এ সময় গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় তাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দেওয়া হয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে নিতে হবে বলে জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। একইসাথে, তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বাগছাস নেতারা বলেন, ‘তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান। জুলাইয়ের পক্ষ ও আওয়ামী পক্ষ, দুই পক্ষকেই রাখতে চান তিনি। জুলাই আন্দোলনকারীরা রাজাকার হলে তারেক রহমানও রাজাকার। আমরা কালো শক্তি হলে বিএনপির ১৭ বছরের আন্দোলনও কালো শক্তির আন্দোলন।’
নেতারা আরও বলেন, ‘প্রয়োজনে ছাত্র-জনতা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। জুলাইয়ের শক্তি এখনও শেষ হয়ে যায়নি। তার (ফজলুর রহমান) মতো একজন কীভাবে খালেদা জিয়ার উপদেষ্টা হয়, তা খতিয়ে দেখতে হবে। এর জন্য দলীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তার মানসিক সমস্যা থাকলে সুচিকিৎসার ব্যবস্থা করুন।’
সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে অবমাননা করে ফজলুর রহমান হাসিনার ভাষায় কথা বলেছেন। তিনিও রাজাকার বলে সম্বোধন করেছেন। যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি।’
তিনি বলেন, ‘যারা আওয়ামীলীগের ভাষায় কথা বলে তাদের আমরা সহযোগী মনে করি না। ফজলুর রহমান শুধু গতকালই এমন মন্তব্য করেননি। এর আগেও এমন মন্তব্য করেছেন। কিন্তু এর বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নিতে দেখা যায়নি। আজকে দেখেছে নামকাওয়াস্তে শুকজ করেছে। জানি না, পরে আর কী হবে। শেখ হাসিনার মতো বিএনপিও মনে করে, আমরা রাজাকারের বাচ্চা। আবিদুল ইসলাম ও হামিমকে প্রমাণ করতে হবে তারা কালো শক্তি নাকি জুলাইয়ের পক্ষের শক্তি।’
আরেক বক্তা বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, মানসিক বিকারগ্রস্ত ফজলুর রহমান বিভিন্নভাবে মনোযোগ আকর্ষণ করার জন্য উল্টাপাল্টা কথা বলছেন। তারেক রহমানকে বলতে চাই, আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আমাদের বলেন, আমরা এসব মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসা করাব। আমরা কামনা করি আপনি দেশে এসে দেশের হাল ধরুন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন