ঋণ পরিশোধ করেনি ওরিয়ন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ১১:২৭ এএম

ঋণ পরিশোধ করেনি ওরিয়ন

ছবি: সংগৃহীত

সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের ১০৬ কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে দেখাতে সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সোনালী ব্যাংককে ২২ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোনালী ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে ওরিয়নকে লিখিত চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা না পেলে ওরিয়নের এ ঋণকে খেলাপি ঘোষণা করা হবে।

মেয়র হানিফ ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ ব্যয় বাবদ ব্রিজ ফাইনান্সিং এর আওতায় সোনালি ব্যাংক থেকে ঋণ নেয় ওরিয়ন ইনফ্রাস্টাকচার লিমিটেড। কিন্তু সময়মতো পরিশোধ না করায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুদে আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় ১০৬ কোটি টাকা।

ঋণ পরিশোধে তাগিদ দেয়া হলে বার বার সময় নিয়েও তা পরিশোধ করেনি ওরিয়ন ইনফ্রাস্টাকচার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের বকেয়া ঋণ গত বছরের ডিসেম্বর পর্যন্ত কুঋণ হিসেবে শ্রেণিবদ্ধ ছিল। কোম্পানিটি তখন পর্যন্ত চারটি কিস্তি পরিশোধ করতে পারেনি। এমন পরিস্থিতিতে ওরিয়ন ইনফ্রাস্টাকচারকে খেলাপি হিসেবে দেখাতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২২ আগস্টের মধ্যে ঋণের যথাযথ শ্রেণিবিভাগ করে প্রতিবেদনও দিতে বলা হয়েছে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, সময়মতো ঋণ পরিশোধ না করলে ওরিয়নের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওনারা ডিফল্ট করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছে। আমরা তাদের (ওরিয়ন) একর্ডিংলি টেলিফোন দিয়ে জানানো হয়েছে। চিঠিও দেওয়া হয়েছে, নোটিশও দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। বাংলাদেশ ব্যাংক তাদের ২২ তারিখ পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে ফেরত না দিলে আমরা এটা বাংলাদেশ ব্যাংককে জানিয়ে দেব। তারা সেভাবে ব্যবস্থা নেবে।

আরবি/জেআই

Link copied!