লোকসানে থাকা ডেসকো এবারে লভ্যাংশ দেবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০১:৩১ এএম

লোকসানে থাকা ডেসকো এবারে লভ্যাংশ দেবে না

ছবি: সংগৃহীত

ঢাকা: লোকসানে থাকা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) চলতি হিসাব বছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না। সোমবার (১৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

তবে গত বছরে কোম্পানির কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানি সূত্রে সোমবার জানা গেছে, চলতি হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় লোকসান হয়েছে ১২ টাকা ৭২ পয়সা। তবে আগের বছরে লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা।

কোম্পানির রেকর্ড ডেট ২১ নভেম্বর এবং বার্ষিক সাধারণ সভা ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!