এবার এইচএসসিতে পাসের হারে রীতিমতো ধস নেমেছে। গত বছরের তুলনায় পাসের হার এতটা কমে যাওয়ায় শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
২০২৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাস করেছেন ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার গত বছরের তুলনায় প্রায় ১৮.৯৫ শতাংশ কম। মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশই ফেল করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশিত হয়।
এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে পরীক্ষায় অংশ নিয়েছেন সব মিলিয়ে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী।
ফলাফলে এই হ্রাসের কারণ অনুসন্ধানে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গবেষণা শুরু করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন