ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ মিছিল

জাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৪:৩৩ পিএম

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ মিছিল

ছবি: রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা ভারতের আগ্রাসন ও ডুম্বুর বাঁধ ছেড়ে দেয়ার প্রতিবাদে গণমিছিল বের করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) জুম্মার নামাজের পর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা একত্রিত হয়। এরপর মিছিলটি শহীদ মিনার, নতুন কলাভবন, পরিবহণ চত্বর, বটতলা হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টারস থাকবে নারে, বয়কট বয়কট ভারতের পণ্য বয়কট, পেতে হলে মুক্তি ছাড় ভারত ভক্তি ইত্যাদি স্লোগান দেন তারা।

মিছিল শেষে বাংলা বিভাগের (৪৫ আবর্তন) শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ভারত আমাদের শুষ্ক মৌসুমে পানি না দিয়ে খরায় মারে আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বন্যায় মারে। যারাই তাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে তাদের অবস্থা আবরার ফাহাদের মতো করেছে। সীমান্তে ফেলোনিদের হত্যা করে উদযাপন করেছে। আমরা আর এসব দেখতে চাই না। মালদ্বীপের মতো আমরাও ভারতকে সকল জায়গা থেকে বয়কট করবো।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের (৪৮ তম আবর্তন) শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ। তিনি বলেন, আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় ও আন্তজার্তিক স্বার্থ রক্ষায় এদেশর তৌহিদি জনতা সজাগ থেকেছে। বন্ধু রুপে শত্রু ভারত কিভাবে আমাদের মসজিদ মন্দির ডুবিয়ে দিয়েছে, কিভাবে আমাদের পশু, প্রয়োজনীয় সম্পত্তি বঙ্গোপসাগরে চলে যাচ্ছে।  সময় এসেছে এদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার।

এসময় বক্তারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেন।

আরবি/জেআই

Link copied!