জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ছাত্র- শিক্ষক ও কর্মচারী রাজনীতি বন্ধের লক্ষ্যে উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর সকল সাধারণ শিক্ষার্থী একটি মিছিল বের করেন।
মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে উপাচার্যের বাস ভবনে গিয়ে শেষ হয়। এরপর তারা উপাচার্যের কাছে সকল রাজনীতি বন্ধের এক দফা দাবি জানান এবং লিখিত অভিযোগ দেন।
এসময় উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন এবং বলেন আমরা একটি সিন্ডিকেট মিটিং এর মধ্য দিয়ে ছাত্র রাজনীতি বন্ধে বিষয়ে সিধান্ত দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :