থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত" শ্লোগানকে সামনে রেখে পথশিশুদের নিয়ে কাজ করা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন `কাম ফর রোড চাইল্ড` (সিআরসি) এর বার্ষিক সাধারণ সভা ও প্রবীণ বিদায়-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানের শুরুতেই আশপাশের পথশিশুদের অংশগ্রহণে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক।
সভায় ২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং প্রবীণ সদস্যদের স্মৃতিচারণ ও ভিডিওগ্রাফির মাধ্যমে সিআরসি`র বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পরবর্তীতে সেরা সদস্য ও বিদায়ী সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, সিআরসি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাসেল আহম্মেদ, সিআরসি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এস এম রিয়াজ রহমান শুভ, সিআরসি খুলনা জেলার সাধারণ সম্পাদক এহসান রিফাত, প্রচার সম্পাদক খান জুবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোহেন, বর্তমান কমিটির৷ সভাপতি মো. শাহীদ কাওসার, সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি এবং ঐক্যমঞ্চের আহ্বায়কসহ ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
স্মৃতিস্মারণমূলক বক্তব্যে বক্তারা বলেন, যেহেতু প্রতিটি ধর্মেই মানবতার কথা বলে তাই আমরা পথশিশুদের জন্য যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে, যাদের মেধা আছে তাদের মেধা দিয়ে এবং যাদের সময় আছে তারা সময় দিয়ে সহযোগিতা করব।
এমনকি পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘তোমরা একেকজন প্রতিনিধি, যারা সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে কাজ করবে’। আমরাও সেইভাবে পথশিশু নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
বিদায়ী সদস্যরা স্মৃতিস্মারণমূলক বক্তব্যে বলেন, প্রথম থেকে আমরা ২০ বা ২৫ জনের সদস্য নিয়ে এই যাত্রা। তবে এখন একঝাঁক তরুণ নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সুবিধাবঞ্চিত শিশুদের যখন হাসি দেখি, তখন সেই হাসি দেখে সব গ্লানি ভুলে যাই। এই সংগঠন থেকে আমরা কিছু শিখাতে পারছি কিনা জানি না, তবে আমরা কিছু শিখেছি। প্রতিষ্ঠিত সিআরসির স্কুলের এক শিক্ষার্থীকে যখন প্রশ্ন করছিলাম যে তুমি বড় হয়ে কী করবা? তখন সে বললো- ‘আমিও বড় হয়ে আপনাদের মতো কাজ করবো’। হয়তো আমাদের এটাই প্রাপ্তি।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি শাহিদ কাউসার বলেন, সি আর সি পথশিশুদের কে নিয়ে কাজ করে। স্কুল কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানান কর্মসূচী পালন করে। আমি এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্বপালন করতে গিয়ে সহযোদ্ধাদের সাথে কথা হয়েছে। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সি আর সির কার্যক্রমকে আরো গতিশীল সকলের সহযোগিতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :