বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার মোটরসাইকেল শোডাউন চলবে না। যদি কেউ করতে চায় তাঁকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সকল কর্মসূচিতে নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে শোডাউন দিবে। তবে, সকল প্রকার ব্যাক্তিগত শোডাউন নিষিদ্ধ থাকবে।
বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধজীবী স্মৃতিফলকের সামনে আয়োজিত হয়।
আলোচনা সভায় তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে সেগুলো পরিবর্তন করে দেব। ছাত্রদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করবে। তাদের চলাফেরা দেখেই মেধাবী সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতিতে মুগ্ধ হবে।
ছাত্রদলে অছাত্রদের পরিবর্তে নতুন নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, গত পনেরো বছর ধরে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকায় আমরা নেতৃত্ব পাইনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের কয়েক হাজার নেতাকর্মীর শিক্ষা জীবন ধ্বংস হয়ে গেছে। তাঁরা শিক্ষা জীবন শেষ করতে পারেনি। আমরা সে সকল নেতাকর্মীদের মূল্যায়ন করব এবং তাদের নাম সংগঠনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে, বিশ্ববিদ্যালয়ের সকল রাজনীতি নিয়মিত শিক্ষার্থী দ্বারা পরিচালিত হবে। নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব দিয়ে আমি সহ সকল সিনিয়র নেতাকর্মী অব্যাহতি নেব।
ছাত্রদল সভাপতি বলেন, ফ্যাসিস্ট হাসিনা এ দেশের শিক্ষা ব্যাবস্থা থেকে শুরু করে সকল অঙ্গন ধ্বংস করে দিয়েছে। এটা রাজনৈতিক বক্তব্য না। এটা অন্তর্বর্তীকালীন সরকার বুঝতেছে ধ্বংসপ্রাপ্ত এ জায়গাগুলো কত ব্যাপক। ধ্বংস হয়ে যাওয়া এ দেশকে সংস্কার করতে আমাদের নেতা তারেক রহমান অনেকদিন আগেই জাতির সামনে তাঁর প্রস্তাবনা তুলে ধরেছেন। আধুনিক এ যুগের সামাজিক যোগাযোগ মাধ্যমই তার সাক্ষ্য দিবে। আমরা তাঁর নেতৃত্বেই এ দেশের সংস্কার করতে চাই।
এ সময় সংগঠনটির রাবি শাখা আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠুসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি ও দলটির একটি পুস্তিকা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :