জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মধ্যরাতে নিরাপত্তাকর্মীদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রদলের একদল নেতাকর্মী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা কাজে নিয়োজিত কর্মীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শামসুজ্জামান সায়েম বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় রাত জেগে পাহাড়ায় নিযুক্ত থাকেন নিরাপত্তাকর্মীরা। তাদের জন্য জাবি ছাত্রদলের পক্ষ থেকে আমাদের সামান্য আয়োজন। সামনের দিনগুলোতেও জাবি ছাত্রদলের প্রতিটি সদস্য সমাজের সকল মানুষের পাশে থাকবে এবং ক্যাম্পাসের একটি সুন্দর ধারার রাজনীতি চর্চায় সবাইকে একসাথে নিয়ে কাজ করবে।
আরেক ছাত্রদল নেতা এবং ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। সেই অর্থে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত্তে আমাদের নিরাপত্তাকর্মীরা দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেন। তারাও আমাদের ক্যাম্পাসের একটি অন্যতম অংশীদার। তাদের প্রতি সম্মান ও ভালোবাসার জায়গা থেকে আমাদের জাবি ছাত্রদলের পক্ষ থেকে এই সামান্য আয়োজন। এই সামান্য ভালোবাসায় তারা অনেক খুশি। ক্যাম্পসে ছোটো-বড় কোনো বৈষম্য না থাকুক। সবাই সবার প্রাপ্য সম্মান যেনো পায় এটাই আমাদের চাওয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম, নাহিদ, আরাফাত প্রমুখ।
আপনার মতামত লিখুন :