রাজধানীর উত্তরায় ৬ নং সেক্টর কুয়েত মৈত্রী হাসপাতালের পাশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নবাব হাবিব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জাহিদ গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালের ভর্তি করা হয়।
জাহিদের বন্ধু বর্ণ ও সায়েম জানায়, তারা কয়েকজন মিলে হাসপাতালের উল্টো পাসে দাঁড়িয়ে কথা বলার সময় হামজা নামের এক ছাত্রলীগ নেতা তার পেটে ছুরি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায় জাহিদ। গুরুতর আহত অবস্থায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালের নিয়ে যায় বন্ধুরা। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের এ হামলায় সানি নামের আরও একজন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। মূহুর্তের মধ্যে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসা শুরু করলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। খরব পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর দুইটি গাড়ি আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থল থেকে ছাত্রলীগের ৪ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী।
আপনার মতামত লিখুন :