নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছাকাছি এলাকায় তাদের বাংলাদেশে পাঠিয়ে দিলে বিজিবির সদস্যরা আটক করেন।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আটকদের মধ্যে দুজন পুরুষ ও আটজন নারী রয়েছেন। তারা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) ও সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকায় ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাই শহরে যান তারা। পুরুষরা সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন এবং নারীরা বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীকালে তাদের ভারতীয় গোয়েন্দা পুলিশ (সিআইডি) আটক করে।
পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের বিজিবির হাতে হস্তান্তর না করে অবৈধভাবে সীমান্ত পিলার ২৫৬/৭-এস দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আপনার মতামত লিখুন :