পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে টিকটক ভিডিও তৈরির অভিযোগে নিজের কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন বাবা। অভিযুক্ত আনোয়ার উল-হক মার্কিন নাগরিক এবং ২৫ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করার পর সম্প্রতি পরিবারসহ পাকিস্তানে ফেরেন।
মৃত কিশোরীর নাম হিরা, যিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক ছিলেন এবং দীর্ঘদিন ধরে টিকটকে কনটেন্ট তৈরি করছিলেন।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোয়েটা শহরে এ হত্যাকাণ্ড ঘটে। আনোয়ার উল-হক প্রথমে পুলিশের কাছে দাবি করেন, তার মেয়েকে অন্য কেউ গুলি করেছে। তবে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।
আনোয়ার জানান, তার মেয়ের টিকটকে প্রকাশিত ভিডিওগুলো তিনি ‘আপত্তিকর’ মনে করতেন এবং বারবার নিষেধ করার পরও হিরা তা অব্যাহত রাখে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি মেয়েকে গুলি করেন।
হিরার মৃত্যুর পর পাকিস্তানের সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে টিকটকের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও পরিবারের মধ্যেই এমন নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অনেকে।
এ ঘটনায় আনোয়ার উল-হকের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :