মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাকিস্তানকে নিয়ে এক উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা সত্যিই মেধাবী।
তারা অসাধারণ সব জিনিস তৈরি করে, কিন্তু আমরা তাদের সঙ্গে খুব অল্প বাণিজ্য করি।’
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে খুব একটা বাণিজ্য করে না, অথচ তাদের দারুণ সম্ভাবনা আছে।
পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তার হস্তক্ষেপেই একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব হয়েছিল।
তিনি বলেন, ‘আমি যুদ্ধ থামিয়েছি, যা পারমাণবিক পর্যায়ে পৌঁছে যেতে পারত। তারা খুব কাছাকাছি চলে গিয়েছিল। এখন সবাই খুশি।’
শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের ভূমিকার কথা উল্লেখ করে ট্রাম্প জানান, ‘আমরা পাকিস্তানের সঙ্গে দারুণ আলোচনা করেছি। জানেন তো, এটা দু’পক্ষের ব্যাপার।
ভারতের সঙ্গে আমি আত্মবিশ্বাসী ছিলাম, আর পাকিস্তানের সঙ্গেও আমি বাণিজ্য নিয়ে কথা বলেছি। তারা খুব আগ্রহী।’
তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তিনি তার টিমকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই বক্তব্যে ট্রাম্প একদিকে যেমন পাকিস্তানিদের বুদ্ধিমত্তার প্রশংসা করেন, তেমনি দক্ষিণ এশিয়ায় তার ভূমিকার গুরুত্বও তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :